532)(Story-18)Favorite Sir. (প্রিয় স্যার।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 532 http://ow.ly/RwzY102ZFhH ) (Story - 18) Favorite Sir. (প্রিয় স্যার।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


#Story #Education


  Favorite sir, even though he was very favorite, he got into a lot of trouble.


 Favorite sir's real name is Majnu Mia. But he became favorite to the students of the school.


 It started after he started teaching in school. From the very first day of joining the school as a math teacher, favorite sir's master plan was to become the most beloved sir of the students anyway.


 In the first class he began to explain what mathematics? From which country did mathematics originate? Who are the best mathematicians in the world? And the Abel Prize, also known as the Nobel Prize in Mathematics.


 That is the beginning. The noise started in the school on the same day, this time such a teacher has come to the school. After this teacher, the future of the students will definitely be bright.


 Lately, favorite sir, one thing is understood, he is not fully presenting the knowledge and talent that he has.


 Although he is a teacher of mathematics, he has knowledge of many subjects including general knowledge, geography, space, information technology. These knowledge also have to be presented to the students.


 So he started discussing those knowledge in class. And sometimes he started saying various adult jokes.


 The result is like magic. Favorite sir's popularity began to grow at a geometric rate.


 Students think at home, when will they go to school and take class of favorite sir? And sit in the first class of the school and start fidgeting, when will the class of favorite sir start?


 In this way, the day was going quite well.


 Finally came the first interim test. The problem has been there ever since. All the students failed the first periodical math test.


 The matter became a major concern of the school. Why did all the students fail in the lessons of such a popular teacher?


 The local education officer also came to know about the matter. So he started an investigation.


 After investigation, he found out that favorite sir, without doing the mathematics of the syllabus, he discussed various issues outside the syllabus and also said obscene things in the name of jokes. Although the popularity of the favorite sir has increased, the students have been defeated. As a result, the students failed the first interim examination.


 So the education officer strictly instructed the favorite sir, outside the syllabus, the day he will discuss other things in the class, the day's salary will be deducted from the monthly salary and given to the school fund. In other words, favorite sir will not get the salary for that day.


 The teachers of other subjects were also warned. They also stopped discussing anything outside the text.


 As a result, all the students passed the annual examination very well.


 And favorite sir also promised to give more importance to the syllabus than popularity. (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 



প্রিয় স্যার অতি প্রিয় হয়েও বেশ ঝামেলায় জড়িয়েছিলেন।


প্রিয় স্যারের আসল নামটা হচ্ছে মজনু মিঞা। কিন্তু স্কুলের ছাত্র এবং বিশেষভাবে ছাত্রীদের কাছে হয়ে গেলেন প্রিয় স্যার।


শুরুটা হয়েছিল স্কুলে শিক্ষকতা নেয়ার পর থেকেই। স্কুলে গণিতের শিক্ষক হিসেবে যোগ দেয়ার প্রথম দিনেই প্রিয় স্যারের মাস্টার প্ল্যান ছিল যেভাবেই হোক ছাত্র - ছাত্রীদের সবচেয়ে প্রিয় স্যারে পরিণত হবেন।


প্রথম ক্লাসেই তিনি বুঝাতে লাগলেন গণিত কী? গণিতের উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে? পৃথিবীর সেরা গণিতবিদ কারা ? এবং গণিতের নোবেল প্রাইজ হিসেবে খ্যাত এবেল প্রাইজ নিয়ে বিশেষ আলোচনা করলেন। 


সেই হল শুরু। সেদিনেই স্কুলে শোরগোল শুরু হয়ে গেল, এবার স্কুলে সেই রকম একজন শিক্ষক এসেছেন। এই শিক্ষকের পরশে ছাত্র - ছাত্রীদের ভবিষ্যত সুনিশ্চিতভাবে উজ্জ্বল হবে।


ইদানিং প্রিয় স্যার একটা বিষয় বুঝলেন , তিনির যে জ্ঞান ও প্রতিভা আছে সেটা পুরোপুরিভাবে উপস্থাপন করছেননা।


তিনি গণিতের শিক্ষক হলেও সাধারণ জ্ঞান, ভূগোল, মহাকাশ, তথ্য প্রযুক্তিসহ অনেক বিষয়ে তিনির জ্ঞান আছে। সেগুলোকেও স্টুডেন্টদের সামনে উপস্থাপন করতে হবে।


তাই তিনি সেই জ্ঞানগুলো নিয়েও ক্লাসে ব্যাপক আলোচনা করতে লাগলেন। এবং মাঝে মাঝে বিভিন্ন এডাল্ট চুটকিও বলতে লাগলেন। 


এর ফলাফলও হল ম্যাজিকের মত। প্রিয় স্যারের জনপ্রিয়তা জ্যামিতিক হারে বাড়তে লাগল।


স্টুডেন্টরা বাড়িতে চিন্তা করে, কখন স্কুলে গিয়ে প্রিয় স্যারের ক্লাস করবে ? আর স্কুলের প্রথম ক্লাসে বসে বসে ছটফট করতে থাকে, কখন প্রিয় স্যারের ক্লাস শুরু হবে ? 


এভাবেই দিনকাল বেশ ভালোই চলছিল। 


অবশেষে এল প্রথম সাময়িক পরীক্ষা। ঝামেলাটা হল তখন থেকেই। প্রথম সাময়িকের গণিত পরীক্ষায় সকল স্টুডেন্ট ফেল করল। 


বিষয়টা স্কুলের বিরাট দুশ্চিন্তায় পরিণত হল। এত জনপ্রিয় একজন শিক্ষকের পাঠ্য বিষয়ে সকল স্টুডেন্ট ফেল করল কেন ? 


বিষয়টা স্থানীয় শিক্ষা অফিসারও জানলেন। তাই তিনিও সে ব্যাপারে তদন্ত শুরু করলেন। 


তদন্ত করে তিনি জানলেন, প্রিয় স্যার সিলেবাসের গণিত না করিয়ে সিলেবাসের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং চুটকির নামে অশ্লীল কথাও বলেন। এতে প্রিয় স্যারের জনপ্রিয়তা বাড়লেও স্টুডেন্টদের সর্বনাশ ঠিকই হয়েছে। ফলে প্রথম সাময়িক পরীক্ষায় স্টুডেন্টরা ফেল করেছে। 


তাই প্রিয় স্যারকে শিক্ষা অফিসার কঠোরভাবে নির্দেশ দিলেন, সিলেবাসের বাইরে তিনি যেদিন ক্লাসে অন্য বিষয়ে আলোচনা করবেন, সেদিনের বেতন মাসিক বেতন থেকে কেটে স্কুলের ফান্ডে দিয়ে দেয়া হবে। অর্থাৎ, প্রিয় স্যার সেদিনের বেতন পাবেননা। 


এতে অন্যান্য বিষয়ের শিক্ষকরাও সতর্ক হলেন। তিনিরাও পাঠ্য বিষয়ের বাইরের কোন বিষয়ে আলোচনা বন্ধ করলেন। 


এর ফলে বাৎসরিক পরীক্ষায় সকল স্টুডেন্ট খুব ভালোভাবে পাশ করল। 


আর প্রিয় স্যারও প্রতিজ্ঞা করলেন, জনপ্রিয়তার চেয়ে সিলেবাসকে বেশি গুরুত্ব দিবেন। (সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman