Wednesday, January 20, 2016

Android এ যেভাবে Boot animation & Shutdown animation পরিবর্তন করবেন।



আমি আপনাদের আজ যা দেখাবো তা হল কীভাবে Android এ Boot Animation ও Shutdown Animation Change করবেন।

Boot Animation বলতে আমরা বুঝি যে
মোবাইল অন করার সময় যা শো করে

Shutdown Animation বলতে আমরা বুঝি
যে মোবাইল অফ করার সময় যা শো করে

তো আমি আপনাদের দেখাবো যে কি ভাবে তা
পরিবরতন করে নুতন animation দেয়া যায়

যা যা লাগবে



  • ## আপনার মোবাইল অবশ্যই রুট থাকতে হবে।
  • ## Boot Animation অ্যাপ ডাউনলোড করে নিচ থেকে


যেভাবে করবেন



# ডাটা কানেকশন চালু করেন।

অ্যাপ টি ওপেন করুন নিচের মত দেখাবে


# এখন আপনার যে টা পছন্দ হয়
সেটার ওপর ক্লিক করেন এরপর নিচের মত আসবে

Install ক্লিক করেন একটু সময় নিবে ডাউনলোড
হয়ে নিজে নিজেই ইন্সটল হয়ে যাবে।


# এখন ফোন অন হওয়ার সময় কেমন দেখাবে
তা দেখার জন্য উপরে ডানপাশে অপশনে ক্লিক করেন

নিচের মত কিছু অপশন দেখাবে Preview Current
এ ক্লিক করেন এখন আপনি যা দেখবেন তাই
আপনার ফোন অন হওয়ার সময় দেখাবে।



## এখন আসুন Shutanimation অর্থাৎ
ফোন বন্ধ হওয়ার সময় যা দেখাবে তা চেঞ্জ করব।

আগের মত ডানপাশে অপশনে ক্লিক করেন

নিচের মত কিছু অপশন দেখাবে Install Location
এ ক্লিক করেন


# এখন নিচের মত আসবে
ওখানে File name এর জায়গায় দেখেন "bootanimation.zip" লিখা আছে।

এখন আপনার কাজ হল শুধু
"bootanimation.zip কেটে দিয়ে "shutanimation.zip"

তবে দয়া করে অন্য কিছু বদলাতে যাবেন না।
কোন রকম দূর্ঘটনার জন্য আমি দায়ি থাকব না biggrin


# এখন পুনরায় আবার আর একটি এনিমেশন
পছন্দ করে ইন্সটল করেন।

# এখন যেটা ইন্সটল করবেন তা Preview Current
এ দেখাবে না।

আপনার কাজ শেষ এখন ফোন রিস্টার্ট দিয়ে দেখুন
কেমন লাগে biggrin biggrin

নোটঃ আপনি যদি "bootanimation" অর্থাৎ
ফোন অন হওয়ার সময় এনিমেশন চেঞ্জ করতে
চান তাইলে পুনরায় Install Location এ গিয়ে
"shutanimation.zip" কেটে "bootanimation.zip" করে দিন।

1 comment:
Write comments

Categories