• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহমেদ শরীফ এখন ‘তৃণমূল বিএনপি’র মহাসচিব


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৪:০১ পিএম
আহমেদ শরীফ এখন ‘তৃণমূল বিএনপি’র মহাসচিব

ঢাকা: অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে নাম লেখানো নতুন কিছু না। পাশের দেশ ভারতে বহু অভিনেতা অভিনেত্রী আছেন যারা এমপি-মন্ত্রীর দায়িত্ব পালন করেও অভিনয় চালিয়ে যাচ্ছেন। আর সেই কাতারেই বোধয় নাম লেখালেন বাংলা চলচ্চিত্রের অসম্ভব জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ।   

রাজনীতিতে সরাসরি যুক্ত হলেন খলচরিত্রে অন্যতম অভিনেতা আহমেদ শরীফ। সম্প্রতি তাকে ‘তৃণমূল বিএনপি’ নামে রাজনৈতিক সংগঠনের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। 

সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে ৩১ দলীয় জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আহমেদ শরীফকে ‘তৃণমূল বিএনপি’র মহাসচিব পদে আসিন হওয়ার ঘোষণা দেয়া হয়। আহমেদ শরীফের মহাসচিব হওয়ার ঘোষণাটি দেন ‘তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।  

অভিনয় ক্যারিয়ার ছাড়াও রাজনীতি সচেতন ছিলেন আহমেদ শরীফ। আশির দশকে জিয়াউর রহমানের সময় বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে বিএনপি থেকে এমপি নমিনেশন দিয়েও দলে গুরুত্বপূর্ণ পদে জায়গা দেয়া হয়নি তাকে। সেসময় থেকেই ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে ছিলেন এই অভিনেতা। যার সুফল এখন দেয়া হলো তাকে।  

বাংলাদেশের চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানো আহমেদ শরীফ অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। রাজনৈতিক জীবনে বিএনপি-পন্থি এই অভিনেতা দশম জাতীয় নির্বাচনেও বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে  নিজ এলাকা কুষ্টিয়ায় কাজও শুরু করেছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!