598)Bangladesh's love for India.(বাংলাদেশের ভারতপ্রীতি।)- Written by Junayed Ashrafur Rahman ✒

30 April, 2022 Saturday 

598)Bangladesh's love for India.(বাংলাদেশের ভারতপ্রীতি।)- Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 





 "Standing in the moonlight and denying the moon is almost the same as denying India's influence in Bangladesh."

https://notepin.co/shared/ywxxogf



 🌟 Bangladesh's inseparable relationship with India ✒ 




Bangladesh is a completely independent and sovereign state. Bangladesh is completely independent in government and other matters.




 But Bangladesh gained this independence through direct Indian intervention.




 If India had not participated in the direct war against Pakistan in 1971, could Bangladesh have been independent for 9 months or even 9 years?




 Bangladesh is fortunate that after India defeated Pakistan in the war, Indira Gandhi did not occupy Bangladesh as a province of India.




 Just as Pandit Nehru incorporated Hyderabad as a province of India after the independence of India, so too was the easy opportunity before Indira Gandhi to occupy Bangladesh as a province of India.




 If Indira Gandhi had then occupied Bangladesh as a province of India, then the super power countries like China, America, Russia etc. would never have obstructed. Because India has won the war against Pakistan and liberated Bangladesh.


What could the Bangladeshi freedom fighters have done if Indira Gandhi had included Bangladesh as a province of India after defeating Pakistan?


  Could they have stopped Indira Gandhi at all?


 And how long could it last if interrupted?


 Or would the freedom fighters have accepted Indira Gandhi without any hindrance?


 Who knows, the freedom fighters would have been happier to have included Bangladesh as a province of India than they would have been happy after defeating Pakistan.


 These are matters of possibility. But everything that was smuggled from Bangladesh to India after independence was probably done out of love for India.


 But Bangladesh was able to emerge as an independent and sovereign state.




🌟 Strict reality ✒ 




 Since then no government has been involved in any action against India or against the interests of India.




 The fact is that in the 50 years of independence, Bangladesh has improved a lot. But it has not yet acquired the strength and capability to take a stand against India or to take part in any action against India's interests.




 I http://ow.ly/efEw102XXHZ am not saying that Bangladesh is completely dependent on India. But due to India's influence, prestige and geographical location, Bangladesh cannot participate in any action against India or take a direct position.




 Bangladesh is bordered by India. And Bangladesh is dependent on India for trade and imports of other necessities. There is no way to deny this fact.




 The Awami League government does not deny India's influence.




 But when the BNP government was in power, was the BNP government able to take a stand against India? Or did he participate in any activity against the interests of India?




  When General Ziaur Rahman was President, did he take a stand against India?




 Or when Madam Khaleda Zia was the Prime Minister, did she take a stand against India? Or did he participate in any work against the interests of India? Rather she sought to develop relations with India.




 Similarly, General Ershad did not take a stand against India while he was president.




 This is a harsh reality in Bangladesh. No matter which party the government of Bangladesh forms, there is no other way but to stay in favor of India when it comes to running the government.




 Everyone can realize this by going to power.


🌟 Opposition at home and abroad ✒ 


 Even those who are opposing India in Bangladesh or abroad today will never be able to take a stand against India if they can form a government. And will be forced to stay in India's favor because of the situation.




 It is possible to say and propagate anything against Bangladesh and India through internet and YouTube while in exile. But to stand against Bangladesh and oppose India is almost the same as standing in the moonlight and acknowledging the moon.




 Those who are propagating whatever they want against Bangladesh and India from exile, they have made Bangladesh a play ground for themselves.




 It has become a game of those expatriates to spread propaganda about Bangladesh by living and eating from abroad.




 But if any of those expatriates can be part of any future government, then they too will be in favor of India. Do not resist. Now they are just spreading whatever they want against Bangladesh and India from abroad.




 Bangladesh Foreign Minister AK Abdul Momen has recently spoken of India's cooperation in lifting the US embargo on RAB.




 It's a real thing. Because it is not possible for Bangladesh to do much in the international arena by going out of India's influence or standing against India.




 And although China's economic cooperation with Bangladesh has increased in recent times, Bangladesh has not yet been able to move beyond India's influence.




 Even though Bangladesh has received huge economic assistance from China, it has not been enough to take a stand against India.






 Many people in Bangladesh and abroad are harshly criticizing this issue. But if they can ever form a government in the future, then they too will remain loyal to India, not oppose it.


🌟 My opinion ✒ 


 I http://ow.ly/efEw102XXHZ do not oppose the political activities of any individual or party or set policy. I am just saying that even though Bangladesh has improved, it has not yet acquired the capabilities, capabilities and inability to get out of India's influence or to oppose India.




 Within this reality, every government has to conduct its own affairs. Is there any other way? ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 






"পূর্ণিমার চাঁদের আলোয় দাঁড়িয়ে চাঁদকে অস্বীকার কার করা যে কথা, বাংলাদেশে অবস্থান করে ভারতের প্রভাব-প্রতিপত্তিকে অস্বীকার করা প্রায় একই কথা।"




🌟 ভারতের সঙ্গে বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক ✒ 




বাংলাদেশ সম্পূর্ণভাবে স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। সরকার ব্যবস্থায় এবং অন্যান্য বিষয়ে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন।




কিন্তু বাংলাদেশ এই স্বাধীনতা অর্জন করেছে ভারতের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে।




১৯৭১ সালে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করত, তাহলে বাংলাদেশে ৯ মাস তো বটেই ৯ বছরের স্বাধীন হতে পারত কি?




বাংলাদেশের ভাগ্য ভালো যে, যুদ্ধে পাকিস্তানকে ভারত পরাজিত করার পর বাংলাদেশকে ইন্দিরা গান্ধি ভারতের প্রদেশ হিসাবে দখল করে নেননি।




ভারতের স্বাধীনতার পর পণ্ডিত নেহেরু যেভাবে হায়দ্রাবাদকে ভারতের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন, ঠিক সেভাবে তো বটেই আরো সহজ সুযোগ ছিল তখন ইন্দিরা গান্ধির সামনে বাংলাদেশকে ভারতের প্রদেশ হিসাবে দখল করে নেয়ার।




তখন যদি ইন্দিরা গান্ধি বাংলাদেশকে ভারতের প্রদেশ হিসাবের দখল করে নিতেন, তাহলে চীন, আমেরিকা,রাশিয়া প্রভৃতি সুপার পাওয়ারের দেশগুলো কখনই বাধা প্রদান করত না। কেননা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধে জয়ী হয়ে বাংলাদেশকে মুক্ত করেছে।


পাকিস্তানকে পরাজিত করার পর বাংলাদেশকে যদি ইন্দিরা গান্ধি ভারতের প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করে নিতেন তাহলে সেই সময়ে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা কী করতে পারতেন?


 তিনিরা কি আদৌ ইন্দিরা গান্ধিকে বাধা দিতে পারতেন?


আর বাধা দিলে কতক্ষণ টিকতে পারতেন? 


নাকি আদৌ বাধা না দিয়ে ইন্দিরা গান্ধীকে মেনে নিতেন?


কে জানে তখন মুক্তিযোদ্ধারা হয়তো পাকিস্তানকে পরাজিত করার পর যে রকম খুশি হয়েছিলেন, এরচেয়ে আরো বেশি খুশি হতেন বাংলাদেশকে ভারতের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করার ফলে।


এগুলো তো হচ্ছে সম্ভাবনার বিষয়। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ থেকে যত কিছু ভারতে পাচার হয়েছিল, সেগুলো হয়তো ভারতপ্রীতির কারণেই করা হয়েছিল।




কিন্তু বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিল।




🌟 কঠোর বাস্তবতা ✒ 




এরপর থেকে যতগুলো সরকার গঠিত হয়েছে কোন সরকারই ভারতের বিরুদ্ধে অথবা ভারতের স্বার্থবিরোধী কোন কাজে যোগদান করেনি।




প্রকৃত সত্য তো এটাই যে, স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়ার অথবা ভারতের স্বার্থবিরোধী কোন কাজে অংশগ্রহণ করার মতো শক্তি ও সামর্থ্য এখনো অর্জন করতে পারেনি।




আমি বলছি না যে, ভারতের উপর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু ভারতের প্রভাব প্রতিপত্তি এবং ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোন কাজে অংশগ্রহণ করতে পারে না অথবা সরাসরি অবস্থান নিতে পারে না।




বাংলাদেশের প্রায় চতুর্দিকে ভারতের সীমানা আছে। এবং ব্যবসা - বাণিজ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় বিষয় আমদানির ক্ষেত্রে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল। এই সত্য অস্বীকার করার কোনো উপায় নাই।




আওয়ামী লীগ সরকার ভারতের প্রভাব-প্রতিপত্তি অস্বীকার করে না।




কিন্তু যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন কি বিএনপি সরকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছিল? না কি ভারতের স্বার্থ বিরোধী কোন কাজে অংশগ্রহণ করেছিল?




 জেনারেল জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন কি তিনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন?




অথবা ম্যাডাম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কি তিনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? না কি ভারতের স্বার্থবিরোধী কোন কাজে অংশগ্রহণ করেছিলেন? বরং তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন।




তেমনি জেনারেল এরশাদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় ভারতের বিরুদ্ধে অবস্থান নেননি।




এটা হচ্ছে বাংলাদেশের একটা কঠোর বাস্তবতা। বাংলাদেশের সরকার যে দলই গঠন করুক না কেন, ক্ষমতায় গিয়ে সরকার পরিচালনার ক্ষেত্রে ভারতের অনুকূলে থাকা ছাড়া কোন উপায় নাই।




এ বিষয়টা সকলেই ক্ষমতায় গিয়ে উপলব্ধি করতে পারেন।


🌟 দেশে-বিদেশে বিরোধিতা ✒ 


এমনকি আজ যিনিরা বাংলাদেশে অথবা বিদেশে অবস্থান করে ভারতের বিরোধিতা করছেন, তিনিরাও যদি কখনো সরকার গঠন করতে পারেন তাহলে কখনোই ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন না। এবং পরিস্থিতির কারণে ভারতের অনুকূলে থাকতে বাধ্য হবেন।




প্রবাসে অবস্থান করে ইন্টারনেট এবং ইউটিউব এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে যা কিছু তাই বলা ও প্রচার করা সম্ভব। কিন্তু বাংলাদেশের অবস্থান করে ভারতের বিরুদ্ধাচরণ করা যে কথা, পূর্ণিমার চাঁদের আলোয় দাঁড়িয়ে চাঁদকে স্বীকার করা প্রায় একই কথা।




যিনিরা প্রবাসে থেকে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই প্রচার করে যাচ্ছেন, তিনিরা বাংলাদেশকে নিজেদের একটা লীলাভূমিতে পরিণত করেছেন।




বিদেশে থেকে বিদেশে খেয়ে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো, এটাতো ওই প্রবাসীদের একটা খেলায় পরিণত হয়েছে।




কিন্তু যদি ওই প্রবাসীদের কেউ ভবিষ্যতে কোন সরকারের অংশ হতে পারেন, তাহলে তিনিরাও ভারতের অনুকূলেই থাকবেন। বিরোধীতা করবেন না। এখন শুধু বিদেশে থেকে নিজেদের খেয়ালখুশি মতো বাংলাদেশে ও ভারতের বিরুদ্ধে যা খুশি তা প্রচার করছেন।




সাম্প্রতিক সময়ে র‍্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাতিল করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন মহোদয় ভারতের সহযোগিতার কথা বলেছেন।




এটা বাস্তবসম্মত একটা কথা। কেননা বাংলাদেশের পক্ষে ভারতের প্রভাবের বাইরে বেরিয়ে অথবা ভারতের বিরুদ্ধে অবস্থান করে আন্তর্জাতিক মহলে তেমন কিছু করা সম্ভব না।




এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীনের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেলেও ভারতের প্রভাবের বাইরে বাংলাদেশ এখনো যেতে পারেনি।




এমনকি চীনের কাছ থেকে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা অর্জন করলেও সেটা ভারতের বিরুদ্ধে অবস্থান করার মত ব্যাপার হয়নি।






এ বিষয়টা নিয়ে বাংলাদেশে এবং বিদেশে অবস্থান করে অনেকেই কঠোর সমালোচনা করছেন। কিন্তু তিনিরাও যদি ভবিষ্যতে কখনো সরকার গঠন করতে পারেন, তাহলে তিনিরাও ভারতের অনুগত থাকবেন, বিরোধিতা করবেন না।


🌟 আমার মতামত ✒ 


আমি কোন ব্যক্তি অথবা দলের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করছিনা অথবা নীতি নির্ধারণ করে দিচ্ছি না। আমি শুধু এটুকু বলছি যে, বাংলাদেশ উন্নতি করলেও ভারতের প্রভাব থেকে বেরোনোর অথবা ভারতের বিরোধিতা করার মত যোগ্যতা, ক্ষমতা ও অসামর্থ্য এখনো অর্জন করতে পারেনি।




এই বাস্তবতার মধ্যে অবস্থান করেই প্রতিটা সরকারকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এছাড়া আর কোন উপায় আছে কি?


©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n

Comments

Popular posts from this blog

282) কালো বিড়াল (DIFFICULT CRIMINALS)। - Written by Junayed Ashrafur Rahman ✒

211 ) জেনারেল এরশাদ : - চরম সুবিধাভোগী এক ব্যক্তি (GENERAL ERSHAD : - EXTREMELY BENEFICIARY A PERSON)।-Written by Junayed Ashrafur Rahman

280) মোশাররফ সাহেবের দামী গাড়ি (Expensive car of Mr. Mosharraf)।- Written by Junayed Ashrafur Rahman ✒